পঞ্চগড় সীমান্তে ৯ জনকে পুশইন এবং একজনকে হস্তান্তর বিএসএফের

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ও সদর উপজেলার ঘাগড়া সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়েছে। পরে বিজিবি তাদের আটক করে পুলিশের হেফাজতে দিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Panchagarh
বৃহস্পতিবার পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে নারী ও শিশুসহ ৯ জনকে আটক করেছে বিজিবি
বৃহস্পতিবার পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে নারী ও শিশুসহ ৯ জনকে আটক করেছে বিজিবি |বাসস

পঞ্চগড়ে বিভিন্ন সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ নয়জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

একই সময়ে ভারতের শিলিগুড়ি থেকে আটক এক তরুণীকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী- বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ও সদর উপজেলার ঘাগড়া সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়েছে। পরে বিজিবি তাদের আটক করে পুলিশের হেফাজতে দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তেঁতুলিয়ার বাংলাবান্ধা সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের মাধ্যমে এক তরুণীকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

রাত সাড়ে ৮টার দিকে ওই সীমান্তের মেইন পিলার ৭৩২ এর ৪ নম্বর সাব পিলার এলাকা দিয়ে এক নারী ও তার তিন সন্তানকে পুশইন করা হয়। পরে বাংলাদেশের দুই কিলোমিটার অভ্যন্তর থেকে বিজিবির টহল দল তাদের আটক করে।

এদিকে, গভীর রাতে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে পাঁচ নারীকে পুশইন করেছে বিএসএফ। নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের ঘাগড়া বিওপির সীমান্তের মেইন পিলার ৭৫৬ এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়।

পরে বাংলাদেশের দুই কিলোমিটার অভ্যন্তরে ডাংগিপুকুরি বাজারে পুশইন হওয়া পাঁচ নারীকে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আটক করে পরিষদে নিয়ে যান।

পরে চেয়ারম্যান তাদের পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, ‘এক নারীসহ চারজনকে অবৈধভাবে পুশইন করেছে বিএসএফ। আমরা তাদের আটক করে থানায় হস্তান্তর করেছি। বিষয়টি পুলিশ দেখছে।’

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ‘অন্য পাঁচ নারীকে আটকের পরে ইউপি চেয়ারম্যান আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

গত তিন মাসে ১০ দফায় পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৫৭ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করে বিএসএফ।

সূত্র : বাসস