খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমানের নেত্রকোনায় বদলির আদেশ শেষপর্যন্ত কার্যকর করা হয়েছে।
উচ্চ আদালতের নির্দেশে গত মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশে তাকে বর্তমান কর্মস্থল থেকে রিলিজ করে নেত্রকোনা জেলা পরিষদে যোগদানের নির্দেশ দেয়া হয়।
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছর ১২ আগস্ট এস এম মাহবুবুর রহমানকে নেত্রকোনায় বদলি করা হয়েছিল। ওই আদেশের বিরুদ্ধে তিনি রিট পিটিশন দায়ের করলে আদালত স্থাগিতাদেশ প্রদান করেন। পরবর্তীতে সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০ জানুয়ারি আপিল বিভাগের ‘জাজ-ইন-চেম্বার’ হাইকোর্টের পূর্বের স্থাগিতাদেশ বাতিল করে দেন। আদালতের এই নির্দেশনার পর এস এম মাহবুবুর রহমানের বদলির আদেশটি পুনরায় বহাল হয়।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো: শফিকুল আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ওই কর্মকর্তাকে গতকাল বুধবারের মধ্যে বর্তমান কর্মস্থল (খুলনা) হতে রিলিজ হয়ে নেত্রকোনা জেলা পরিষদে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি রিলিজ না হলে ২১ জানুয়ারি অপরাহ্নে তাকে স্টান্ড রিলিজড হিসেবে গণ্য হবেন।
এই আদেশ জারির পর খুলনা ও নেত্রকোনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।
এ ব্যাপারে খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তাছলিমা খাতুন বলেন, প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমান বুধবার দুপুর পর্যন্ত অফিস করেছেন। দুপুরের পর তাকে খুলনা জেলা পরিষদ থেকে রিলিজ করা হয়েছে।
উল্লেখ্য, মাহবুবুর রহমানের বিরুদ্ধে আওয়ামী আমলে ব্যাপক দুর্নীতিতে লিপ্ত থাকার ব্যাপক অভিযোগ রয়েছে। তারপরেও তিনি রহস্যজনকভাবে খুলনা জেলা পরিষদে বহাল ছিলেন।



