শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর সিরাজগঞ্জ। রোববার (৪ জানুয়ারি) জেলার সদর উপজেলার মালশাপাড়া চাঁদ আলীর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫ এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২২ এর আলোকে পরিচালিত এ মোবাইল কোর্টে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করার দায়ে এক ট্রাকচালককে এক হাজার টাকা জরিমানা এবং ৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
এছাড়া সড়কে অবৈধভাবে বালু রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ‘আব্দুল্লাহ ট্রেডার্স’ নামক প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ছয় হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
মোবাইল কোর্ট চলাকালে কয়েকজন পরিবহন চালককে ভবিষ্যতে শব্দদূষণ বিষয়ে সচেতন ও সতর্ক করা হয়। মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আফিফান নজমু। প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদফতর, সিরাজগঞ্জ কার্যালয়ের পরিদর্শক মো: শাহিন আলম।
এ সময় সিরাজগঞ্জ সদর থানার একদল পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
পরিবেশ অধিদফতর, সিরাজগঞ্জ জানিয়েছে, জনস্বার্থে শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান চলবে।



