ঈশ্বরগঞ্জে জামায়াত প্রার্থীর নির্বাচনী গণমিছিল

গণমিছিলে স্থানীয় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজারো নেতা–কর্মী ও সাধারণ ভোটার অংশ নেন। মিছিল শুরুর আগে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান বলেন, এই আসনের শান্তি, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি জনগণের পাশে থাকতে চাই। ভোটারদের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Ishwarganj
ঈশ্বরগঞ্জে জামায়াত প্রার্থীর নেতৃত্বে বের হয় নির্বাচনী গণমিছিল
ঈশ্বরগঞ্জে জামায়াত প্রার্থীর নেতৃত্বে বের হয় নির্বাচনী গণমিছিল |নয়া দিগন্ত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)সংবাদদাতা

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসানের নেতৃত্বে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের পাট বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণমিছিলটি ঈশ্বরগঞ্জ পৌর সদরের মার্কাজ মসজিদের সামনে এসে শেষ হয়। গণমিছিল ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

গণমিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা আমির আব্দুল করিম, ময়মনসিংহ শহর শাখার সেক্রেটারি শহিদুল্লাহ কায়সারসহ দলীয় নেতাকর্মীরা।

গণমিছিলে স্থানীয় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজারো নেতা–কর্মী ও সাধারণ ভোটার অংশ নেন। মিছিল শুরুর আগে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান বলেন, এই আসনের শান্তি, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি জনগণের পাশে থাকতে চাই। ভোটারদের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি।

তিনি আরো বলেন, দীর্ঘদিন অবহেলিত ঈশ্বরগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত করা, সড়ক–সংযোগ উন্নয়ন, কৃষিবান্ধব নীতি বাস্তবায়ন ও শিক্ষাখাতে উন্নয়ন আমার প্রধান অঙ্গীকার।

সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের স্থানীয় নেতারা বলেন, অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান দীর্ঘদিন মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। জনগণ এবার ভোটের মাধ্যমে তাকে বিজয়ী করে উন্নয়নের ধারাকে এগিয়ে নেবে।

গণমিছিল শেষে জামায়াত প্রার্থী সবাইকে আসন্ন জাতীয় নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।