যশোরে আট মাস পর প্রকাশ্য অভিযানে পুলিশ

‘বিভিন্ন মামলার আসামি আটক করতে পুলিশ অভিযান পরিচালনা করছে। অভিযান চালানো হচ্ছে মাদককারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধেও।’

এম আইউব, যশোর অফিস

Location :

Jessore Sadar
যশোরে অভিযানে পুলিশ
যশোরে অভিযানে পুলিশ |নয়া দিগন্ত

দীর্ঘ আট মাস পর প্রকাশ্য অভিযানে নামল যশোর পুলিশ। রোববার বেলা ১১টার দিকে খবর শোনা যায়, পুলিশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পলাতক নেতাদের বাড়িতে অভিযান চালায়।

কেউ কেউ জানায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শাহীন চাকলাদারের কাঁঠালতলার বাড়িতে ব্যাপক অভিযান চলছে।

স্থানীয় বাসিন্দারা জানায়, কয়েক গাড়ি পুলিশ শাহীন চাকলাদারের বাড়ির সামনে কিছু সময় অপেক্ষা করে চলে যায়। তবে আরো একাধিক সূত্র জানিয়েছে, পুলিশ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, ছাত্রলীগের সাবেক নেতা শফিকুল ইসলাম জুয়েলসহ একাধিক পলাতক নেতার বাড়ির আশেপাশে যায়। এ নিয়ে শহরের মানুষের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। বিকেলে সাধারণ মানুষ গণমাধ্যমকর্মীদের কাছে অভিযানে কী হলো না হলো সেই সম্পর্কে জানতে চান। দীর্ঘদিন নিষ্ক্রিয় পুলিশ হঠাৎ করে সক্রিয় হওয়ায় মানুষের মধ্যে এমন কৌতূহল দেখা যাচ্ছে।

গত বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণ-আন্দোলনের সময় যশোরে পুলিশের ব্যাপক কর্মকাণ্ড দেখে মানুষ। ওইসব কর্মকাণ্ড ছিল ছাত্র-জনতার আন্দোলন ঠেকানোর কাজে। যদিও অন্য জায়গার মতো যশোরে পুলিশের আক্রমণাত্মক কার্যক্রম ছিল না। ৫ আগস্ট স্বৈরাচার হাসিনার পতনের পর এ পর্যন্ত পুলিশের বড় কোনো অভিযান যশোরবাসী দেখেনি। কোনোরকম দায়সারাভাবে চলেছে এই বাহিনীর সদস্যরা। দীর্ঘ আট মাস পর পুলিশের বেশ কয়েকটি গাড়ি একসাথে ঘোরাঘুরি শহরের মানুষের নজর কাড়ে। কৌতূহল তৈরি হয় হঠাৎ পুলিশের এতগুলো গাড়ির একসাথে ঘোরাঘুরি নিয়ে।

ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক সাংবাদিকদের জানান, বিভিন্ন মামলার আসামি আটক করতে পুলিশ অভিযান পরিচালনা করছে। অভিযান চালানো হচ্ছে মাদককারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধেও।