কুষ্টিয়ায় জেলা জামায়াতের উদ্যোগে ২০০৬ সালে আওয়ামী ফ্যাসিস্টদের লগি-বৈঠার তাণ্ডবের বিচারের দাবিতে ও শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের শূরা সদস্য ও যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একেএম আলী মহসিন, কুষ্টিয়া-৩ কুষ্টিয়া সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমীর হামজা, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন ও কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক, ছাত্র শিবির কুষ্টিয়া জেরা শাখার সভাপতি হাফেজ আবু ইউসুফ প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, লগি-বৈঠার মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্ট তাদের তাণ্ডব শুরু করেছিল। তারই ধারাবাহিকতায় তারা ১৬টি বছর দেশকে নৈরাজ্য ও বিপদের মধ্যে ফেলে রেখেছিল। কিন্তু ২০২৪-এর গণআন্দোলন সেই ফ্যাসিস্টদের পতনের মধ্যে দিয়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। আর জুলাই সনদে আইনি ভিত্তি নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে।
বক্তাগন বলেন, এক বছর পেরিয়ে গেলেও তত্ত্বাবধায়ক সরকার সেই ২৮ অক্টোবরের বিচারের কাজ শুরু করতে পারলো না। বক্তাগণ অবিলম্বে ২৮ অক্টোবরের খুনিদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবি জানায়।



