দোয়ারাবাজারে বিজিবির ওপর হামলা, গ্রেফতার ২

‘এ সময় চোরাকারবারীরা বিজিবি টহল দলকে ঘেরাও করে ইট, পাটকেল নিক্ষেপ করে ও বাঁশের লাঠি, হাঁসুয়া ও চাকু নিয়ে আক্রমণ করে। চোরকারবারীদের হামলায় টহলদলের সদস্যরা আঘাত পান।’

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা

Location :

Dowarabazar
দোয়ারাবাজারে বিজিবির ওপর হামলা, গ্রেফতার ২
দোয়ারাবাজারে বিজিবির ওপর হামলা, গ্রেফতার ২ |ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে চোরাচালান প্রতিরোধের সময় বিজিবির টহল দলের সদস্যদের ওপর হামলার মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে পুলিশ ও বিজিবির সদস্যরা যৌথ অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- দোয়ারাবাজার উপজেলার পেকপাড়া গ্রামের সমশের আলী'র ছেলে খোকন মিয়া (৩২) ও লিচু মিয়ার ছেলে মো: সিরাজ মিয়া (২৭)।

বিজিবি ও পুলিশ জানিয়েছে, গত ২২ মার্চ ভোর রাতে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মোকামছড়া এলাকায় চোরাকারবারী দল ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির টহলদল বাধা দেয়।

এ সময় চোরাকারবারীরা বিজিবি টহল দলকে ঘেরাও করে ইট, পাটকেল নিক্ষেপ করে ও বাঁশের লাঠি, হাঁসুয়া ও চাকু নিয়ে আক্রমণ করে। চোরকারবারীদের হামলায় টহলদলের সদস্যরা আঘাত পান। এই ঘটনায় দোয়ারাবাজার থানায় ৮ জনকে আসামি করে মামলা দায়ের করে বিজিবি। এই মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল হক জানান, সীমান্তে বিজিবির টহল দলের সদস্যদের ওপর হামলার ঘটনার মামলায় ২ জনকে যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।