দিনাজপুরে শোকাবহ ২৮ অক্টোবর উপলক্ষে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

আমাদের আজ আবার ঐক্যবদ্ধ হতে হবে। পল্টন ট্রাজেডির খুনিদের বিচার এ দেশে নিশ্চিত করতে হবে। খুনি হাসিনাসহ তাদের দোসরদের বিচার নিশ্চিতের মাধ্যমে এ দেশে শহীদদের রক্তের বদলা নিতে হবে।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
শোকাবহ ২৮ অক্টোবর উপলক্ষে দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ
শোকাবহ ২৮ অক্টোবর উপলক্ষে দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ |নয়া দিগন্ত

শোকাবহ ২৮ অক্টোবর উপলক্ষে দিনাজপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে দিনাজপুরের মডার্ন মোড় হয়ে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ওই মোড়ে এসে শেষ হয়।

মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান।

দিনাজপুর শহর জামায়াতের আমির মাওলানা সিরাজুস সালেহীনের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি কামরুল হাসান রাসেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাঈনুল আলম, দিনাজপুর শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা, দিনাজপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, শহর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট তোজাম্মেল হক বকুল, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রশিদুল ইসলাম রিপন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘১৭৫৭ সালে পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের ঘটনায় তিনটি পক্ষ ছিল। একটি আক্রান্ত, আরেকটি আক্রমণকারী আর তৃতীয় পক্ষটি হলো মুনাফেক। একইভাবে ২০০৬ সালের ২৮ অক্টোবরও তিনটি পক্ষ ছিল। সেসব দিনে তৃতীয় পক্ষটি যদি মুনাফেকি না করতো তাহলে ১৭৫৭ সালে নবাব পরাজিত হতো না এবং ২০০৬ সালের পরেও আওয়ামী ফ্যাসিবাদ আর বাংলার বুকে শাসন করার সুযোগ পেত না।’

বক্তারা বলেন, ‘আমাদের আজ আবার ঐক্যবদ্ধ হতে হবে। মুনাফিকদের চিরতরে বিদায় করতে হবে। পল্টন ট্রাজেডির খুনিদের বিচার এ দেশে নিশ্চিত করতে হবে। খুনি হাসিনাসহ তাদের দোসরদের বিচার নিশ্চিতের মাধ্যমে এ দেশে শহীদদের রক্তের বদলা নিতে হবে।’