নিজ জেলা নেত্রকোনায় নানান কর্মসূচির মধ্য দিয়ে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
হিমু পাঠক আড্ডার আয়োজনে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা সভানেত্রী আলপনা বেগমের নেতৃত্বে হলুদ পাঞ্জাবি ও নীল শাড়ি পরিহিত ছোট-বড় সকলে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে গানের তালে তালে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মিলিত হন।
র্যালিতে অংশ নেন জেলা প্রশাসক আব্দুল্লাহ-আল-মামুন জামান, পুলিশ সুপার সায়েম মাহমুদ, মডেল থানার ওসি, কাজী শাহনেওয়াজ ও হমায়ুন ভক্ত, অনুরাগীরা। শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ ছাড়া হুমায়ুন আহমেদের নিজ গ্রাম কেন্দুয়া উপজেলার কুতুবপুরে তার প্রতিষ্ঠিত বিদ্যাপিঠে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান কর্মসূচির মধ্য দিয়ে জন্মদিবস উদযাপিত হয়েছে। ১৯৪৮ সালের এই দিনে হুমায়ুন আহমেদ কেন্দুয়ায় নয় মোহনগঞ্জে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন।



