পিরোজপুরে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

পিরোজপুরে বাউল আবুল হোসেনের ইসলাম ও কুরআন অবমাননার অভিযোগে দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে জেলা আইনজীবীরা বিক্ষোভ সমাবেশ করেছে।

শফিকুল ইসলাম, পিরোজপুর

Location :

Pirojpur
পিরোজপুরে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ
পিরোজপুরে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ |নয়া দিগন্ত

ইসলাম ধর্ম ও পবিত্র কুরআন অবমাননার অভিযোগে মানিকগঞ্জের বাউল শিল্পী আবুল হোসেন সরকারের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে পিরোজপুর জেলা আইনজীবী সমিতি।

রোববার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতির ব্যানারে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

এতে অ্যাডভোকেট রফিকুল ইসলাম হাওলাদার, অ্যাডভোকেট নিয়াম, অ্যাডভোকেট আমিনুল ও অ্যাডভোকেট আব্দুল রাজ্জাকসহ অন্য আইনজীবীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, বাউল আবুল হোসেনের বক্তব্যে ইসলাম ও পবিত্র কুরআনকে অবমাননা করা হয়েছে, যা দেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে ভয়াবহ আঘাত।

এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।