মেহেরপুরে ধর্ষণ মামলায় মো: স্বপন আলী নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে দু’ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
সোমবার (৩০ জুন) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রাজনগর গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের প্রলোভনে গাংনীর আকুবপুর গ্রামের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যান স্বপন আলী। সেখানে তাকে ধর্ষণ করে পালিয়ে যান তিনি। পরদিন ভিকটিম স্থানীয়দের সহায়তায় উদ্ধার হন এবং তার বাবা গাংনী থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ কেবল স্বপনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্য ও মেডিক্যাল রিপোর্টে ধর্ষণের প্রমাণ মেলে।
রায়ে বিচারক বলেন, ‘১৬ বছরের কম বয়সী একজন কিশোরীকে প্রতারণা করে ধর্ষণ একটি জঘন্য অপরাধ, এতে তার শারীরিক ও মানসিক চরম ক্ষতি হয়েছে।’
আইনের ১৫ ধারায় উল্লেখিত অর্থদণ্ড আদায়ের মাধ্যমে ভিকটিম ভবিষ্যতে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগও থাকবে বলে রায়ে উল্লেখ করা হয়।