পঞ্চগড়ের তেঁতুলিয়া হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় শীতের প্রকোপ বেশি হয়ে থাকে। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১২-১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। ঠান্ডা বাতাস আর প্রচণ্ড আর্দ্রতার কারণে জেলার সর্বত্র শীতের তীব্রতা বাড়ছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৭৯ শতাংশ ছিল। যা এই মৌসুমের অন্যতম কম তাপমাত্রা।
এর আগের দিন সোমবার একই সময়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রোববার রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
ভোর থেকেই হিমেল হাওয়া বইতে থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে মিলেছে ঝলমলে রোদ। তবে দিন ও রাতের তাপমাত্রার বড় পার্থক্য শীতের অনুভূতিকে আরো তীব্র করেছে।
স্থানীয়রা জানায়, উত্তরের এ জেলায় সাধারণত নভেম্বরের শুরু থেকে বাড়তে থাকে শীতের পরশ। কিন্তু গত কয়েক বছর ধরে অক্টোবরের মাঝামাঝি থেকেই শীত নামতে দেখা যায়।
শীত বাড়ায় শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাবও বাড়ছে এ অঞ্চলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা গত সপ্তাহের তুলনায় বেড়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। বিশেষ করে নিউমোনিয়া, হাঁপানি ও সর্দি-কাশির রোগী বেশি আসছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, ডিসেম্বরের শুরুতেই শীত আরো জেঁকে বসবে। শৈতপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।



