রাজবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

‘আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।’

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
রাজবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যালি
রাজবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যালি |নয়া দিগন্ত

রাজবাড়ীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সদর উপজেলা শাখার আয়োজনে এ র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে র‌্যালিটি আজাদী ময়দানে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন ও সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা ও সদর উপজেলা বিএনপি নেতা শাহাদত হোসেন মিল্টন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: রেজাউল ইসলাম খান, অ্যাডভোকেট আব্দুল মাজেদ ওহেদী ও যুবদল নেতা রেজাউল করিম পিন্টু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।’

তারা আরো বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। কিন্তু আওয়ামী লীগ সেই গণতন্ত্র নষ্ট করে দিয়েছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী দুঃশাসনের পতন হওয়ার পর হারানো গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে মানুষ।’