ঠাকুরগাঁওয়ে ইউপি চেয়ারম্যান আটক

দুপুরে রুহিয়া থানার একটি দল তাকে সদর উপজেলার রামনাথ বাজার এলাকা থেকে আটক করে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Thakurgaon
আটক ইউপি চেয়ারম্যান
আটক ইউপি চেয়ারম্যান |নয়া দিগন্ত

ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রোমান বাদশাকে আটক করেছে পুলিশ।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রুহিয়া থানার একটি দল তাকে সদর উপজেলার রামনাথ বাজার এলাকা থেকে আটক করে।

রোমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ সূত্র জানায়, অপারেশন ডেভিল হান্ট অভিযানে তাকে আটক করা হয়েছে। আটকের পর তাকে রুহিয়া থানায় নিয়ে যাওয়া হয় এবং প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।

থানার সেকেন্ড অফিসার জবাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চেয়ারম্যান রোমানকে আটক করা হয়। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।