রাজবাড়িতে দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত ২

কুষ্টিয়া থেকে মালভর্তি একটি পিকআপ চাকার পানচার ঠিক করার জন্য কল্যানপুরে রাস্তায় দাঁড়ালে একই দিক থেকে ঢাকাগামী আরেকটি মালবোঝাই ট্রাক সজোরে ধাক্কা দিলে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক ও হেলপার নিজেদের গাড়ির নিচে পরে গুরুত্বর আহত হয়।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
রাজবাড়িতে দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাকের ধাক্কা
রাজবাড়িতে দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাকের ধাক্কা |সংগৃহীত

রাজাড়ী-কুষ্টিয়া সড়কের রাজবাড়ীর কল্যাণপুরে মালভর্তি এক ট্রাকের পেছন থেকে আরেকটি মালবোঝাই ট্রাকে ধাক্কা দিলে দাড়িয়ে থাকা ট্রাকের চালক নাজমুল মোল্লা (৩৫) ও হেলপার কাওসার হোসেন (২৮) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে রাজবাড়ীর কল্যাণপুর বাজারের সামনে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া সদরের বারখাদা ত্রিমহনী গ্রামের মনসুর মোল্লার ছেলে নাজমুল মোল্লা এবং কুষ্টিয়া সদরের পশ্চিম মজমপুর এলাকার সহিন মোল্লার ছেলে কাওসার হোসেন।

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুষ্টিয়া থেকে মালভর্তি একটি পিকআপ চাকার পানচার ঠিক করার জন্য কল্যানপুরে রাস্তায় দাঁড়ালে একই দিক থেকে ঢাকাগামী আরেকটি মালবোঝাই ট্রাক সজোরে ধাক্কা দিলে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক ও হেলপার নিজেদের গাড়ির নিচে পরে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাদের রাজবাড়ী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকেই মৃত ঘোষনা করেন। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।