ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে গ্রেফতার ৬

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলার লৌহজং উপজেলার পদ্মা সেতুর উত্তর থানা এলাকা সংলগ্ন সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
ডাকাতির সরঞ্জামসহ গ্রেফতারকৃতরা
ডাকাতির সরঞ্জামসহ গ্রেফতারকৃতরা |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলার লৌহজং উপজেলার পদ্মা সেতুর উত্তর থানা এলাকা সংলগ্ন সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চাকরিচ্যুত পুলিশ সদস্য মো: কাজল ইসলাম জিকু (৩০), সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্য মো: রুবেল রানা (৩০) ও চাকরিচ্যুত সেনা সদস্য মো: মোস্তাফিজুর রহমান রাজু (৪৮)।

অপর গ্রেফতারকৃতরা হলেন- মো: বশির হাওলাদার (৫৬), মো: হীরা বেপারী (৪৮) ও চালক মো: ফয়সাল রাব্বি (২১)।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ছদ্মবেশী ডাকাতদলের সদস্যদের তল্লাশি চালিয়ে একটি মাইক্রোবাস, একটি খেলনা পিস্তল, এক জোড়া হ্যান্ডকাপ, ডিবির চারটি কোটি, একটি ওয়্যারলেস সেট ও চায়না লেজার লাইটসহ ডাকাতি কালে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে ডিবি।

মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক রাসেল এসব তথ্য নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন ৪ নম্বর লেনে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় দ্রুতগামীর সন্দেহজনক একটি মাইক্রোবাসের গতিরোধ করে ভেতরে থাকা ছদ্মবেশী ডাকাত সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

‘গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সাধারণ মানুষের সাথে এসব প্রতারণা করে আসছিল,’ বলেন তিনি।