টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র‌্যালি

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলা ও শহর বিএনপি আয়োজিত বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail
টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র‌্যালি
টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র‌্যালি |নয়া দিগন্ত

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলা ও শহর বিএনপি আয়োজিত বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

এতে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আজগর আলী। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম প্রমুখ।