আগামীতে আর কোনো সন্ত্রাসী দলকে দেশের মানুষ ক্ষমতায় আসতে দেবে না মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভুঁইয়া বলেছেন, ‘জামায়াতে ইসলামী রাষ্ট্র সংস্কার করে ন্যায় ও ইনসাফ কায়েম করতে চায়।’
তিনি বলেছেন, ‘এদেশের অধিকার বঞ্চিত সকল মানুষকে সাথে নিয়ে জামায়াতে ইসলামীর রাষ্ট্র সংস্কারের আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। এজন্য শিবিরের সাবেক সকল জনশক্তিকে জামায়াতের এ ন্যায় ও ইনসাফের সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করতে হবে।’
শুক্রবার (২৭ জুন) রাতে চট্টগ্রামের দক্ষিণ হাটহাজারী নজুমিয়ারহাটে একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার দক্ষিণ অঞ্চল আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের সাবেক জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আহসান উল্লাহ ভুঁইয়া বলেন, ‘এটি শুধু জামায়াতের একার কাজ নয়। সমমনা সকল দল, দেশের হিন্দু, বোদ্ধ, চকমা-মারমা সকলকে সাথে নিয়ে আগামী নির্বাচনী যুদ্ধে জামায়াতের বিজয় সুনিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, ‘বিগত ৫৭ বছরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বারবার হুমকির সম্মুখীন হয়েছে। আগামীতে এ হুমকি থেকে দেশকে রক্ষা করতে হবে। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার ও সরকার দলীয় সন্ত্রাসীদের নিপীড়নে নির্যাতিতদের কান্নার আওয়াজ এখনো থামেনি।’
তিনি আরো বলেন, ‘জুলাই বিপ্লবে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। দেশের মানুষ এখন প্রতিজ্ঞাবদ্ধ আগামীতে আর কোনো সন্ত্রাসী দলকে দেশে ক্ষমতায় আসতে দেবে না।’
এ সময় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের উত্তর জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা জামাল হোসাইন, হাটহাজারী উপজেলা জামায়াতের আমির ও চট্টগ্রাম-৫ হাটহাজারী ও বায়েজিদ (আংশিক) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, উপজেলা নায়েবে আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী, উপজেলা সেক্রেটারি আব্দুল মালেক চৌধুরী, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মোহাম্মদ আলী।
উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সাইফুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মো: এমরান হোসাইনের সঞ্চালনায় সমাবেশে দারসুল কোরআন পেশ করেন উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মুছা আনছারী।
এছাড়া সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর পাঁচলাইশ থানা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল মালেক, দক্ষিণ হাটহাজারীর প্রবীণ জামায়াত নেতা মুছা চৌধুরী, সাবেক ছাত্রনেতা উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য সাংবাদিক আবুল বাশার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি সাবেক ছাত্রনেতা এস এম রাশেদ, রাউজান উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো: ইউসুফ ইমন, সাবেক ছাত্রনেতা উপজেলা শূরা কর্মপরিষদ সদস্য মো: ইসহাক, শিকারপুর ইউনিয়ন আমির মো: ওসমান, শিবিরের কুয়াইশ কলেজ সভাপতি ছারওয়ার আলম প্রমুখ।