ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ওভারপাস থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেছে ট্রাক। এ দুর্ঘটনায় মোহর উদ্দিন মিয়া নামে এক ইজিবাইক চালক আহত হয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইঘর বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাষাড়া থেকে সাইনবোর্ডের দিকে যাওয়া একটি ট্রাক ভুইঘর ওভারপাসে ওঠার পর চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তেই ট্রাকটি ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে এক ইজিবাইক চালক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজধানীর আগারগাঁও পঙ্গু হাসপাতালে পাঠান বলে জানা যায়।
স্থানীয় যুবক সাজ্জাদ হোসেন সাজ জানান, বেলা সোয়া ১টার দিকে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল। তখন ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশের রেলিং ভেঙ্গে নিচে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা এক ইজিবাইক চালক আহত হন। ঘটনার পরপরই ট্রাকচালক ও হেলপার পালিয়ে যান।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আব্দুল করিম জানান, দুপুরে সাইনবোর্ডগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভুইঘর ওভারপাস থেকে নিচে পড়ে যায়। এ সময় মোহর উদ্দিন মিয়া নামে এক ইজিবাইক চালক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকায় পাঠিয়েছে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক সরিয়ে নেয়ার কাজ করছেন। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।’