কুমিল্লার মুরাদনগরে মারুফা আক্তার (১৫) নামে এক মাদরাসাছাত্রী নিখোঁজ হয়েছে। নিখোঁজের এক দিন পার হলেও তার কোনো সন্ধ্যান মেলেনি। সন্তানকে না পেয়ে উৎকণ্ঠায় রয়েছে গোটা পরিবার।
সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মির্জাপুর গ্রামের নিজবাড়ি থেকে বিষ্ণুপুর এলাকার মাদরাসায় যাওয়ার জন্য বেরিয়ে নিখোঁজ হয়ে পড়ে সে।
নিখোঁজ মারুফা আক্তার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের মির্জাপুর গ্রামের কামাল মিয়া ও সালমা বেগম দম্পতির মেয়ে।
শিক্ষার্থীর মা সালমা বেগম বলেন, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাসা থেকে মাদরাসায় যাওযার জন্য বের হয় মারুফা। পরবর্তী সময়ে মাদরাসা ছুটি হওয়ার পর সে আর বাসায় ফেরেনি। এরপর থেকে সে নিখোঁজ। পরে আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে কালো রঙের বোরকা ছিল। ঘটনায় বাঙ্গরা বাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এদিকে নিখোঁজ মারুফার সন্ধ্যান পেলে ০১৬১৬৫৫৬২৩১ অথবা ০১৭৯২২৭৮৪৫৫ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধ্যানে পুলিশ কাজ করছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।