শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিল হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে ফিলিস্তিনে চলমান গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানের ব্যানারে এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। শ্রীনগর স্টেডিয়াম মাঠ থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি বের হয়ে শ্রীনগর প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত করে।
এ সময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে তীব্র নিন্দা জানান। একইসাথে ইসরাইলি পণ্য বয়কটের ডাক দেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন। পরে প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি শ্রীনগর ছনবাড়িতে এসে শেষ হয়।