খাগড়াছড়িতে ট্রাকের চাপায় মোটরসাইকেলআরোহী নিহত

রাত ৯টার দিকে জেলা শহরের চেঙ্গি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachari
নয়া দিগন্ত

খাগড়াছড়িতে ট্রাকের চাপায় রিঝুস চাকমা নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো এক আরোহী।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জেলা শহরের চেঙ্গি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহত সিজন চাকমা (২২) পানছড়ি উপজেলার তারাবন ছড়া এলাকার বাসিন্দা। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মঞ্জুরুল হক জানান, ঘটনাস্থলেই রিঝুস চাকমার মৃত্যু হয়েছে। আর সিজন চাকমার অবস্থা আশঙ্কাজনক।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত একজনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।