গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে কক্সবাজারের চকরিয়ায় স্থানীয় সাংবাদিকরা নিউমার্কেটের সামনে মহাসড়কে মানববন্ধন করেছে।
শনিবার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চকরিয়া পৌর শহরের নিউমার্কেট সামনে মহাসড়কে মানববন্ধনে চকরিয়া প্রেসক্লাবসহ সর্বস্তরের সাংবাদিক, স্থানীয় ছাত্র সংগঠন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। পরে জনতা শপিং সেন্টারের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সাংবাদিক নেতারা বলেন, ‘অতিসত্বর সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িত খুনিদের বিচার ও সাংবাদিকদের দায়িত্ব পালনে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিতে হবে।’
এ সময় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ কক্সবাজার জেলার সভাপতি মো: হেলাল উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চকরিয়া উপজেলার ছাত্র প্রতিনিধি সাঈদ হাসান প্রমুখ।