মৌলভীবাজার শহরতলীর হিলালপুর এলাকার কথিত পীর আজাদের বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুই নারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) বিকেল ৩টার দিকে মৌলভীবাজার-সিলেট রোডের হিলালপুর এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা সংস্থা ও মৌলভীবাজার মডেল থানার পুলিশ।
এ সময় হত্যাসহ একাধিক মামলার আলোচিত আসামি আজাদুর রহমান ওরফে পীর আজাদের বাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণে দেশীয় ধারাল অস্ত্রসহ তার মা ফাতই বিবি ও বোন মনি বেগমকে আটক করা হয়।
পুলিশ জানায়, সদর উপজেলার খালিশপুর থেকে পুলিশ আসামি নিয়ে ফেরার পথে যুগিডর এলাকায় সন্ত্রাসী পীর আজাদের সহযোগী জুবেরকে এক যুবককে মারধর করতে দেখতে পায়। ওই সময় মৌলভীবাজার মডেল থানার সাব ইন্সপেক্টর উৎপল পাল এগিয়ে গেলে সন্ত্রাসী জুবের পীর আজাদের বাসা থেকে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশকে ধাওয়া করে। এর কিছুক্ষণ পর পুলিশ গোপন সংবাদ পেয়ে পীর আজাদের বাসায় অভিযান চালায়।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন জানান, সন্ত্রাসী পীর আজাদের মা ও বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পীর আজাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাইসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।