সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনুধাবন করতে পেরেছিলেন- জাতির ভবিষ্যৎ হলো শিশুরা। যে কোনো জাতি গঠন শিশুদেরকে দিয়েই শুরু করতে হবে। সেই উদ্দেশ্যেই তিনি বেশ কয়েকটি পদক্ষেপ নেন। শিশুদের সাংস্কৃতিক ও নানা জাতীয় মেধা চর্চার জন্য শিশু অ্যাকাডেমি প্রতিষ্ঠা করেন। শিশুদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যে নতুন কুঁড়ি নামে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেন।’
শুক্রবার (২৩ মে) বিকেল ৩টার দিকে সিলেট নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারে কমল সাহিত্য পরিষদ সিলেট আয়োজিত শহীদ জিয়া গ্রন্থমেলা-২০২৫ এর চতুর্থ দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন ও আবৃতি প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে ও কবি রিপন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা, হলিসিটি পাব্লিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ছয়ফুল করিম হায়াত, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম, মামুন আহমদ মিন্টু, লায়েক আহমদ, জেলা যুবদলের সহ-সভাপতি জুবের হোসেন, প্রকাশক জসিম উদ্দিন, কবি সাজ্জাদ আহমদ সাজু, ছড়াকার সাদির হোসেন ও কবি ফাতেহা বেগম।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন বাংলাদেশ শিশু অ্যাকাডেমি চারুকলা বিভাগের সিনিয়র প্রশিক্ষক মো: এনামুল হক এনাম, আম্বরখানা সরকারি কলোনি স্কুলের সহকারী শিক্ষক সামিয়া খাতুন।
১১ দিনব্যাপী শহীদ জিয়া গ্রন্থমেলার ৫ম দিনের কর্মসূচির মধ্যে রয়েছে ছাত্র-ছাত্রীদের রচনা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশ নিতে কমল সাহিত্য পরিষদ সভাপতি সাজন আহমদ সাজু ০১৭১২৩২৬০৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।