কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওষুধ ক্রয়ের দুর্নীতির সাথে জড়িতদের বিচার দাবি করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা জেলা শাখা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ফোরামের জেলা শাখার সভাপতি ডা. জহির উদ্দিন বাবর ও সেক্রেটারি অধ্যাপক ডা. জহিরুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওষুধসহ বিভিন্ন ক্রয়ে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। কুমেক হাসপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান। যেখানে প্রতিদিন হাজারো গরিব-দুঃখী মানুষ বিনামূল্যে সেবার প্রত্যাশা নিয়ে যায়। এ রকম একটি প্রতিষ্ঠানে দুর্নীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
দুর্নীতিতে জড়িতদের কুমেক প্রশাসন ও দেশের প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানায় ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা জেলা শাখা।