চকরিয়ার সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

মহাসড়ক পার হওয়ার সময় নোহা গাড়ির ধাক্কায় তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Cox's Bazar
নিহত ব্যবসায়ী।
নিহত ব্যবসায়ী। |নয়া দিগন্ত

কক্সবাজারের চকরিয়ায় বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল কাদের (৭০) সড়ক দুর্ঘনায় নিহিত হয়েছেন।

রোববার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফজলুল কাদের কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তরছঘাট এলাকায় বাচা মিয়ার ছেলে।

পারিবারিক সুত্রে জানা যায়, তিনি পরিবার নিয়ে প্রাইভেটকার গাড়ি করে চট্টগ্রাম থেকে চকরিয়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে পটিয়ায় মইজ্জারটেক নামকস্থানে এসে গাড়িতে পরিবারকে রেখে আছরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা নোহা গাড়ির ধাক্কায় তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় মইজ্জারটেক এলাকায় রাস্তা পার হতে গিয়ে বিপরীত দিক থেকে আসা নোহা গাড়ির ধাক্কায় তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। লোকজন তাকে উদ্ধার করে পটিয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়ার মইজ্জারটেক হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোহাম্মদ ওয়াসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কে নোহা গাড়ির ধাক্কায় ফজলুল কাদের নামে এক ব্যবসায়ি আহত হন। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

গাড়ির চলক গাড়ি নিয়ে পালিয়ে যান বলেও জানান তিনি।