হঠাৎ বন্যায় খাগড়াছড়িতে পানিবন্দী এলাকাবাসী

‘আকস্মিক বন্যার খবর পাওয়া মাত্রই আমরা আশ্রয়কেন্দ্র খুলে দিয়েছি। যেকোনো দুর্যোগে জেলা প্রশাসন সব সময় দুর্গত মানুষের পাশে রয়েছে।’

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachari
বন্যায় পানিবন্দী এলাকাবাসী
বন্যায় পানিবন্দী এলাকাবাসী |নয়া দিগন্ত

খাগড়াছড়িতে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চেঙ্গী নদীর পানি হঠাৎ বেড়ে গিয়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে জেলা সদরের কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) ভোর থেকে গঞ্জপাড়া, মেহেদী বাগ, মুসলিম পাড়া, খবংপুড়িয়া, গোলাবাড়িসহ আশপাশের শত শত ঘরবাড়ি তলিয়ে যায়। এতে বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দারা। পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার।

স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি তুলনামূলক কম হলেও হঠাৎ করে পানির চাপ বেড়ে যায়। এতে অপ্রস্তুত অবস্থায় ঘরে পানি ঢুকে গৃহস্থালির আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়।

এ বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘আকস্মিক বন্যার খবর পাওয়া মাত্রই আমরা আশ্রয়কেন্দ্র খুলে দিয়েছি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। যেকোনো দুর্যোগে জেলা প্রশাসন সব সময় দুর্গত মানুষের পাশে রয়েছে।’