মানিকগঞ্জের সিংগাইরে বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতার স্ত্রী সুবর্ণা আক্তারের (১৮) পা বিচ্ছিন্ন হয়ে নিহত এবং তার স্বামীসহ দুইজন আহত হয়েছেন।
সোমবার (৯ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুবর্ণা মধ্য চারিগ্রাম এলাকার বেলুন বিক্রেতা আরিফ হোসেনের স্ত্রী। সেই সাথে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন নিহতের স্বামী আরিফ (২২) ও প্রতিবেশী কাওছারের স্ত্রী জোস্না আক্তার (৩৩) নামের এক নারী।
বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম ।
স্থানীয়রা জানান, সকালে উপজেলার মধ্য চারিগ্রামের মো: হাসান মিয়ার বাড়ির রান্না ঘরে লাকড়ির চুলার পাশে রাখা গ্যাস সিলিন্ডার থেকে বেলুন ফুলানোর কাজে ব্যস্ত ছিলেন আরিফ হোসেন। এ সময় পাশে লাকড়ির চুলায় স্ত্রী সুবর্ণা আক্তার রান্না করছিলেন। অতিরিক্ত গরমে হঠাৎ সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে সুবর্ণার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত হন আরিফ ও তার প্রতিবেশী জোস্না আক্তার।
স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সুবর্ণা আক্তারকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, আরিফ গুরুতর আহত হওয়ায় তাকে ঢাকাস্থ পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয় ।
এ ঘটনায় আহত প্রতিবেশী কাওছারের স্ত্রী জোস্না আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।