শশুর বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আটক

বৃহস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

ইফতেখার হোসেন, হাতিয়া (নোয়াখালী)

Location :

Hatia
আলাউদ্দিন বেদন।
আলাউদ্দিন বেদন। |নয়া দিগন্ত

নোয়াখালীর হাতিয়ায় শশুর বাড়ি থেকে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন বেদনকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আলাউদ্দিন বেদন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড হরিষপুর গ্রামের মরহুম আবুল কাশেমের ছেলে এবং তিনি দীর্ঘদিন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের দায়িত্বরত সভাপতি ছিলেন।

হাতিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম অভিযানে নামে। এ সময় জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ি থেকে তাকে পালিয়ে থাকা অবস্থায় আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তার সাথে থাকা আরো ১৫ থেকে ২০ জন সহযোগী। তিনি দীর্ঘদিন এই বাড়িতে পালিয়ে ছিলেন। সে এই এলাকার নুরুল ইসলামের মেয়ে জামাতা।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, তাকে কোট হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। সাথে থাকা তার অন্য সহযোগীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।