মুন্সীগঞ্জের গজারিয়ায় আলোচিত জহিরুল ইসলাম জয় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো: শিশিরকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-১১।
রোববার বিকেল ৩টার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেফতার শিশির উপজেলার হোগলাকান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে টিকটক ভিডিও বানানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে জহিরুল ইসলাম জয়কে (৩৫) কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পর থেকে শিশির পলাতক ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে তাকে গ্রেফতার করা হলো।



