সিলেটের ৬টি আসনে জামায়াত ৩ ও জোট ৩

এদিকে সিলেট জেলার ৬টি আসনের মধ্যে ৩টিতে জামায়াত এবং বাকি ৩টিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন জোটের শরীক দলের প্রার্থীরা। এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের ১ জন ও খেলাফত মজলিসের দুইজন প্রার্থী রয়েছেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনে ১১ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেন তারা। সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: সারোয়ার আলম।

এদিকে সিলেট জেলার ৬টি আসনের মধ্যে ৩টিতে জামায়াত এবং বাকি ৩টিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন জোটের শরীক দলের প্রার্থীরা। এর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের ১ জন ও খেলাফত মজলিসের দুইজন প্রার্থী রয়েছেন।

জানা গেছে, সিলেট-১ (মহানগর ও সদর) আসনে ১০ দলীয় জোটের একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। এই আসনে জোটের শরীক দল খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা তাজুল ইসলাম হাসান ও এনসিপির প্রার্থী এহতেশামুল হক মনোনয়ন প্রত্যাহার করেছেন। এই আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন খন্দকার আব্দুল মুক্তাদির।

সিলেট-২ আসনে (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহাম্মদ মুনতাসির আলী। এই আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এই আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তাহসিনা রুশদির লুনা।

সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দিন রাজু। এই আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জামায়াত প্রার্থী মাওলানা লোকমান আহমদ ও খেলাফত মজলিসের প্রার্থী দিলাওয়ার হোসাইন। এই আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে লড়ছেন এম এ মালিক।

সিলেট-৪ (জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত প্রার্থী জয়নাল আবেদীন। এই আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন খেলাফত মজলিসের মাওলানা আলী হাসান উসামা ও এনসিপির মো: রাশেদ উল আলম। এই আসনে বিএনপির একক প্রার্থী সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতী আবুল হাসান। এই আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন জামায়াতের হাফিজ আনওয়ার হোসাইন খান। এই আসনে বিএনপি জোটের একক প্রার্থী হিসেবে লড়ছেন মাওলানা উবায়দুল্লাহ ফারুক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বিএনপির বহিষ্কৃত নেতা মামুনুর রশীদ মামুন চাকসু মামুন।

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন। এই আসনে বিএনপির একক প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এই আসনে বিএনপির প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করেছেন।

এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৬টি সংসদীয় আসনে শেষ দিনে মোট ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

প্রত্যাহারকারী প্রার্থীগণ হলেন- সিলেট-১ আসনের এনসিপির এহতেশামুল হক ও খেলাফত মজলিসের তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনের গণ অধিকার পরিষদের জামান আহমেদ সিদ্দিকি ও জামায়াতে ইসলামীর মো: আব্দুল হান্নান; সিলেট-৩ আসনের খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন, জামায়াতে ইসলামীর মাওলানা লোকমান আহমেদ ও এনসিপির ব্যারিষ্টার নুরুল হুদা জুনেদ; সিলেট-৪ আসনের খেলাফত মজলিসের আলী হাসান উসামা ও এনসিপির মো: রাশেদ উল আলম; সিলেট-৫ আসনে জামায়াতে ইসলামীর হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান এবং সিলেট-৬ আসনে বিএনপির ফয়সাল আহমেদ চৌধুরী।