ঢাকার ধামরাইয়ে উপজেলা ইমাম পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিলের মাধ্যমে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে মুফতি আশরাফ আলীকে সভাপতি ও মাওলানা আব্দুল জলিলকে সাধারণ সম্পাদক পদে ভোটের মাধ্যমে পুনরায় নির্বাচিত করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) ঢুলিভিটা মুন্নু কমিউনিটি সেন্টারে এ কাউন্সিল হয়।
এ কমিটি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মুফতি খলিলুর রহমান কাসেমী, অন্য কমিশনার হচ্ছেন মুফতি আতিকুর রহমান, মুফতি সালাহউদ্দিন, মাওলানা আব্দুর রহমান, মাওলানা জাকারিয়া।
ধামরাই উপজেলা ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়ন নিয়ে ১৩০ শূরা সদস্যের মধ্যে ১০৫ জন ইমাম ব্যালটের মাধ্যমে ভোট দেন।
উল্লেখ, ২০০৭ সালে ধামরাই উপজেলা ইমাম পরিষদের যাত্রা শুরু হয়।