কুড়িগ্রাম-৪ (রৌমারী–রাজিবপুর) সংসদীয় আসনের এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাকের সাথে রাজিবপুর ও রৌমারীর সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নে আহাম্মদিয়া হাসপাতাল মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় রৌমারী ও রাজিবপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকদেরকে মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা রক্ষা এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে সাংবাদিকদের সজাগ ও সচেতন ভূমিকা পালন করতে হবে। কোনো সন্ত্রাসী গোষ্ঠী, দল কিংবা গোষ্ঠী যেন পেশিশক্তি ব্যবহার করে আগামী ৫ আগস্ট ও জুলাইয়ের গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে না পারে—সে বিষয়ে কলমের লেখনীর মাধ্যমে সাংবাদিকদের সোচ্চার থাকতে হবে।
তিনি আরো বলেন, সাংবাদিকতা কোনো ব্যক্তি বা দলের পক্ষে নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে। সাংবাদিকতার নৈতিকতা বজায় রেখে আইনের শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমকে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখতে হবে। লেখনীর মাধ্যমে অন্যায়, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে।
মতবিনিময় সভায় তিনি জানান, দেশে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনা ও ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। দেশে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি ও অবাধ মাদক ব্যবসা জামায়াতে ইসলামী কখনোই মেনে নেবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। সাংবাদিকরা যদি সত্য প্রকাশে আপসহীন থাকেন, তাহলে দেশ থেকে অন্যায় ও অনিয়ম দূর করা সম্ভব হবে।
মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদার সাংবাদিকতার ভূমিকা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।



