ভালুকায় বাস-লরির সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ১২

ঢাকা-ময়মনসিংহ মহসড়কের বাঘরাপাড়া নামক স্থানে বাস ও লরির সংঘর্ষে এক কারখানা শ্রমিক নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন।

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)

Location :

Bhaluka
ভালুকায় বাস-লরির সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ১২
ভালুকায় বাস-লরির সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ১২ |নয়া দিগন্ত

ঢাকা-ময়মনসিংহ মহসড়কের বাঘরাপাড়া নামক স্থালে স্কয়ার অ্যাপারেলস কারখানার শ্রমিকবাহী বাসের সাথে লরির সংঘর্ষে ছোটন কুমার দে (৪৫) নামে এক কারখানা শ্রমিক নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে ঘটনাটি ঘটেছে। নিহত শ্রমিক ফুলবাড়িয়া উপজেলার দাবগ্রামের সচিন চন্দ্র দে এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কয়ার অ্যাপারেলস কারখানার শ্রমিকবাহী বাস ভালুকার দিকে আসার সময় ঘটনাস্থলে পৌঁছলে একইগামী পল্লী বিদ্যুৎ এর পিলার বোঝাই একটি লরির পেছনে সংঘর্ষ হয়ে রাস্তার পাশে বিদ্যুৎ এর খুঁটির সাথে বাসটির ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা পর স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করলে তাদের মাঝে ছোটন কুমার দে কে মৃত ঘোষণা করেন।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি এ বি এম মেহদী মাসুদ জানান, দুর্ঘটনা পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশটি উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।