গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

আজ জাটকা সংরক্ষণ অভিজ্ঞতা সপ্তাহ ২০২৫ উদযাপন করেছে গোয়ালন্দ উপজেলা প্রশাসন।

Location :

Goalanda
গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ উদ্বোধন
গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ উদ্বোধন |নয়া দিগন্ত

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৮ এপ্রিল হতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ অভিজ্ঞতা সপ্তাহ ২০২৫ উদযাপন করেছে গোয়ালন্দ উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে পদ্মা নদীর দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে এলাকায় এ অনুষ্ঠান উপলক্ষে আলোচনাসভা ও নৌ র‌্যালির আয়োজন করা হয়।

ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাক্সফোর্স কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো: নাহিদুর রহমানের সভাপতিত্বে গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আনোয়ারুল ইসলাম পাইলটের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা স্থানীয় সরকার (উপ পরিচালক) মো: মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মো: মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো: নাজমুল হুদা।

এ সময় আরো উপস্থিত ছিলেন কনটিজেন্টাল কমান্ডার কোস্টগার্ড মো: শফিকুল ইসলাম, দৌলতদিয়া বাজার মৎস্য আড়তের সভাপতি মোহন মন্ডল, গোয়ালন্দ মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো: অছেল ব্যাপারী, মৎস্যজীবীদের প্রতিনিধি আছলাম মিয়াসহ অন্য জেলেরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আমরা একইসাথে দেশের চাহিদা পূরণের পর ইলিশ বিদেশে রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। এ জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য অধিদফতর ও সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, নৌপুলিশ, আনসার সরাসরি সম্পৃক্ত থেকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।’

তারা আরো বলেন, ‘১০ ইঞ্চির দৈর্ঘ্যের চেয়ে ছোট ইলিশ জাটকা নামে পরিচিত ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ পরিবহন ক্রয় বিক্রয় মজুদ ও বিনিময় দণ্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারী কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দন্ডিত হবেন।’