পটুয়াখালীর গলাচিপায় স্বামীর ছুরিকাঘাতে আহত নাজমা বেগমের (৪৫) মৃত্যু হয়েছে। এর আগে, স্বামী আলামিন গাজীর (৪৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ৪টায় বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় আলামিন স্ত্রী নাজমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে নিজের অটোরিকশায় করে পানপট্টির বাঁশতলা এলাকায় নিয়ে যায়। সেখানে স্ত্রীকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নাজমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে নাজমা বেগমকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে আলামিনের অটোরিকশাটি পানপট্টি বোয়ালিয়া বেড়িবাঁধের পূর্বপাশে গাজী বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটির সাথে সংঘর্ষে বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায়। এরপর থেকে আলামিন নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে শামিম মৃধা বাড়ির পাশে মিজান মিয়ার ঘেরপাড়ে একটি কাপলা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসাদুর রহমান জানান, আলামিনের স্ত্রী মারা যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।