খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন

বৃহস্পতিবার খাগড়াছড়ি সদরের খাগড়াপুর, মিলনপুর, আপার পেরাছড়া, গাছবান, চেলজছড়া চার্চসহ প্রায় দেড় শতাধিক গির্জা, ক্যাথলিক ও ব্যাপ্টিস্ট চার্চে বড়দিন উদযাপন করা হচ্ছে।

রফিকুল ইসলাম রকি, খাগড়াছড়ি

Location :

Khagrachari
উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন
উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন |নয়া দিগন্ত

সারাদেশের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও উৎসবমুখর পরিবেশে খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে গির্জায় গির্জায় চলছে আনুষ্ঠানিকতা। চার্চের পাশাপাশি বিভিন্ন পাড়া ও মহল্লায় সাজানো হয়েছে বাড়ি-ঘর।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) খাগড়াছড়ি সদরের খাগড়াপুর, মিলনপুর, আপার পেরাছড়া, গাছবান, চেলজছড়া চার্চসহ প্রায় দেড় শতাধিক গির্জা, ক্যাথলিক ও ব্যাপ্টিস্ট চার্চে বড়দিন উদযাপন করা হচ্ছে।

জানা যায়, বড়দিন উপলক্ষে চার্চ প্রাঙ্গণ আলোকসজ্জা ও রঙিন সাজে সজ্জিত করা হয়। সকাল থেকে চার্চ এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। বড়দিনের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।

খ্রিষ্টান ধর্মাবলম্বীরা জানান, তারা এবার খুব আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন করছেন। এ উপলক্ষে দেশ জাতি তথা বিশ্ব শান্তি মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনাসহ নানা আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে। এ উৎসবকে ঘিরে শিশুদের উচ্ছাসই সব চেয়ে বেশি।

খাগড়াপুর ব্যাপ্টিস্ট চার্চের পালক হেমংকর ত্রিপুরা প্রভু যিশুর কাছে বিশেষ প্রার্থনার কথা জানিয়ে বলেন, ‘বড়দিন আমাদের জন্য ভালোবাসা, ক্ষমা ও মানবতার শিক্ষা বহন করে। এ দিনে আমরা সবাই যেন পরস্পরের প্রতি সহানুভূতিশীল হই এবং শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি সেটাই আমাদের কামনা।’