মাওলানা হাবিবুর রহমান

সাদাপাথর লুটকাণ্ডে নেতাদের জড়ানো উদ্দেশ্যমূলক

ফ্যাসিবাদের পতন ঘটলেও জামায়াতকে নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা জামায়াতকে কলুষিত করতে ঘৃণ্য খেলায় মেতে উঠেছে।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল
সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল |নয়া দিগন্ত

সিলেটের দুই জামায়াত নেতাকে সাদাপাথর লুটকাণ্ডে জড়ানোর অভিযোগকে উদ্দেশ্যমূলক ও ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।

তিনি বলেন, ‘জামায়াতের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে আমাদের দুই নেতাকে জড়ানো হয়েছে। এই ঘটনায় জামায়াতের কোনো পর্যায়ের কর্মী বা সমর্থকের ন্যূনতম সম্পর্ক নেই।’

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈরী আবহাওয়া ও বৃষ্টিকে উপেক্ষা করে মিছিলটি নগরীর কোর্টপয়েন্ট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।

মাওলানা হাবিবুর রহমান আরো বলেন, ‘পাথর লুটপাটের জন্য প্রকৃত দায়ী প্রশাসন। তাদের চিহ্নিত করা প্রশাসনের দায়িত্ব। অথচ কতিপয় হলুদ মিডিয়া দুদকের কথিত একটি রিপোর্টের সূত্র ধরে জামায়াত নেতাদের চরিত্র হননে মেতে উঠেছে। দুদককে অবশ্যই এর প্রমাণ দিতে হবে, অন্যথায় তাদেরকেও সিলেটবাসীর কাছে জবাবদিহি করতে হবে।’

সমাবেশে বক্তারা বলেন, ‘ফ্যাসিবাদের পতন ঘটলেও জামায়াতকে নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা জামায়াতকে কলুষিত করতে ঘৃণ্য খেলায় মেতে উঠেছে। প্রশাসন ও রাষ্ট্রীয় সংস্থায় এখনো স্বৈরাচারের দোসররা বসে নানা ষড়যন্ত্র করছে।’

তারা দাবি করেন, ‘সাদাপাথর লুটের ঘটনায় জামায়াত নেতাদের জড়ানো সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ।’

বক্তারা আরো বলেন, ‘বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশ সংগঠনের ব্যানারে আওয়ামী ফ্যাসিস্টের দোসররা মাঠের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে। তারা জুলাই গণঅভ্যুত্থান ও যোদ্ধাদের হেয় করছে। তাদের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে মামলা রয়েছে, অথচ তারা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানে অংশ নিচ্ছে। সাদাপাথর কাণ্ডে জামায়াত নেতাদের জড়ানো সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। এদেরকে সকল অনুষ্ঠান থেকে বয়কট করতে হবে এবং জুলাই আন্দোলনের বিরোধিতাকারীদের বিচারের আওতায় আনতে হবে।’

উল্লেখ্য, মিছিল পূর্ব সমাবেশে সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি শাহীন আহমেদ।