চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া ফাজিল মাদরাসার সহকারী মৌলভী মাওলানা কাজী মো: আবুল কালামকে দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা জীবনের অবসানে ঘোড়ার গাড়িতে করে রাজকীয় বিদায় দিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে কোরআন তিলাওয়াত, হামদ-নাত, আবৃত্তি, সংগীত পরিবেশন ও স্মারক প্রদানসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিদায়ী শিক্ষক মাওলানা কাজী মো: আবুল কালাম অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘জীবনের বড় একটি অংশ এই প্রতিষ্ঠানে কাটিয়েছি। চেষ্টা করেছি অর্পিত দায়িত্ব ও শিক্ষার্থীদের হক যথাযথভাবে পালন করতে। হয়তো আনুষ্ঠানিকভাবে আর ক্লাস নেয়া হবে না, কিন্তু আমৃত্যু যদি শিক্ষার্থীদের পাঠদানে থাকতে পারতাম, সেটাই হতো আমার জন্য বড় পাওয়া।’
প্রতিষ্ঠানের পরিচালক অধ্যক্ষ কাজী মো: আবদুল হান্নান বলেন, ‘আমাদের সহকর্মী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষ করেছেন। আমরা চেয়েছি তার বিদায়কে সম্মানজনক করতে। সাধারণত বিদায়ী শিক্ষকদের একটি ছাতা বা কাপড় দিয়ে বিদায় জানানো হয়, যা দৃষ্টিকটূ ও অসম্মানজনক। তাই ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে তাকে সম্মান জানানো হয়েছে।’
আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ফেরদৌস হোসেন এবং প্রধান আলোচক ছিলেন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ ওসমান গণি। এছাড়া মাদরাসার উপাধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবকসহ অনেকে উপস্থিত ছিলেন।