ফেনীর দুটি আসনে বিএনপির ‘বিদ্রোহী’ এয়াকুব-রিপন

ফেনীর তিনটি সংসদীয় আসনের মধ্যে দুটিতে বিএনপির মনোনয়ন বঞ্চিত দুই নেতা স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হয়েছেন।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ফেনীর দুটি আসনে বিএনপির ‘বিদ্রোহী’ এয়াকুব-রিপন
ফেনীর দুটি আসনে বিএনপির ‘বিদ্রোহী’ এয়াকুব-রিপন |নয়া দিগন্ত

ফেনীর তিনটি সংসদীয় আসনের মধ্যে দুটিতে বিএনপির মনোনয়ন বঞ্চিত দুই নেতা স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হয়েছেন। এর মধ্যে ফেনী-২ (সদর) আসনে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এয়াকুব নবী ও ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে জেলা বিএনপির সদস্য মাহবুবুল হক রিপন বিএনপির দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার দফতরে দাখিল করা মনোনয়নপত্রের তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

প্রার্থী তালিকা অনুযায়ী, ফেনী-২ আসনে বিএনপির দলীয় প্রার্থী অধ্যাপক জয়নাল আবদীন ভিপি ও ফেনী-৩ আসনে আবদুল আউয়াল মিন্টু ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। মিন্টু দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ভিপি জয়নাল চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য। তারা দুজনেই বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।

বিদ্রোহী প্রার্থী হওয়া এয়াকুব নবী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটাক্ষ করে মন্তব্য করায় এর আগেও দলীয় পদ হারিয়েছেন। আর রিপন একসময় জাসদ ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলেন। পরে যুবদলে যোগ দিয়ে জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদ পান।

বিএনপির প্রার্থীর বিরুদ্ধে জেলা কমিটির এই দুই নেতার প্রার্থী হওয়া নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, অনেকেই ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দল থেকে আবদুল আউয়াল মিন্টু ও অধ্যাপক জয়নাল আবেদিন ভিপিকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়। দলীয় শৃঙ্খলা অমান্য করে কেউ প্রার্থী হলে এটা তার নিজস্ব ব্যাপার।