গাছের গুঁড়ির ভার সইতে না পেরে শ্রমিকের মৃত্যু

চিকিৎসক ইউসুফ আলী সরকার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj

মুন্সিগঞ্জ সদর উপজেলায় গাছের গুঁড়ি কাঁধে তোলার পর ভার সইতে না পেরে ইসরাফিল (৩৫) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসরাফিলের গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়। জীবিকার তাগিদে তিনি মুন্সিগঞ্জ সদরের আব্দুল্লাহপুর এলাকায় ভাড়া বাসায় থেকে গাছ কাটার কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইসরাফিল পানাম এলাকায় গাছ কাটার কাজে নিযুক্ত ছিলেন। গাছ কাটার পর গাছের গুঁড়ি গাড়িতে তোলার উদ্দেশ্যে কাঁধে তুলতেই অতিরিক্ত ভারে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসরাফিলকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক ইউসুফ আলী সরকার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।