ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় কয়েকটি পরিবার ও প্রতিষ্ঠানকে বিনামূল্যে ঢেউটিন, শুকনা খাবার এবং গৃহনির্মাণ সহায়তার চেক বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা চত্বরে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনির সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৪৪টি অসহায় পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন ও ৪টি প্রতিষ্ঠানকে ৩ বান্ডিল ঢেউটিন এবং গৃহনির্মাণ সহায়তা বাবদ ৩ হাজার টাকা করে সর্বমোট ৩ লাখ টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসক, সাংবাদিক ও রাজনৈতিক নেতারা।
এ সময় উপকারভোগী পরিবারের সদস্যরা বলেন, এই সহায়তা আমাদের জন্য বড় একটি আশা। ঘর মেরামতের জন্য এই সহায়তা আমাদের খুবই কাজে আসবে। তারা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।