শামীম ওসমান চলে গেলেও নারায়ণগঞ্জে চাঁদা আদায় বন্ধ হয়নি : নুর

আগামী দিনে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হবে।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
সমাবেশে বক্তব্য দিচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর
সমাবেশে বক্তব্য দিচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর |নয়া দিগন্ত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নারায়ণগঞ্জ একটি শিল্প এলাকা। এই এলাকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে শামীম ওসমান ও তার লোকজন চাঁদা আদায় করত। তারা চলে গেলেও এই সব প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় এখনো বন্ধ হয়নি, কারা এখন চাঁদা নিচ্ছে? প্রশ্ন রাখেন তিনি।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে যুব অধিকার পরিষদ আয়োজিত ‘তরুণ্যের রাজনৈতিক সমাবেশ’ শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, আগামী দিনে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হবে।

নুরুল হক নুর বলেন, ‘গণঅধিকার পরিষদ এখনো কোনো রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধ হয়নি। তবে দেশের পরিবর্তনের প্রশ্নে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাফিয়াদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর অবস্থান নিশ্চিত হওয়ার পরই বিবেচনা করা হবে গণঅধিকার পরিষদ কোনো জোটে যাবে কিনা।’

বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, কোনো রাজনৈতিক দলই দেশের চলমান সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত করতে আগ্রহী নয়। অধিকাংশ দলই ভোট কেন্দ্র দখল করতে সন্ত্রাস ও চাঁদাবাজদের পৃষ্ঠপোষক করতে চায়। তবে গণঅধিকার পরিষদ এই অপরাজনীতি থেকে দেশকে মুক্ত করতে চায়।

সেই লক্ষ্য বাস্তবায়নে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ট্রাক প্রতীকে ভোট দিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীদের বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট প্রসঙ্গে সাধারণ ভোটারদের উদ্দেশে নুর বলেন, ‘নির্বাচন হলে একটি সরকার পাঁচ বছরের জন্য স্থায়ী হয়ে যায়। তাই ভোট দেয়ার ক্ষেত্রে আগামী পাঁচ বছর আপনারা দেশের ভবিষ্যৎ কাদের হাতে তুলে দেবেন তা বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে।’