মান্দায় ধান খেত থেকে লাশ উদ্ধার : মূলহোতা গ্রেফতার

নওগাঁর মান্দায় ধান খেত থেকে লাশ উদ্ধারের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Location :

Manda
মান্দায় ধান খেত থেকে লাশ উদ্ধার : মূলহোতা গ্রেফতার
মান্দায় ধান খেত থেকে লাশ উদ্ধার : মূলহোতা গ্রেফতার |নয়া দিগন্ত

মান্দা (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর মান্দায় বোরো ধানের খেত থেকে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মূলহোতা আমিনুল ইসলাম বুলবুল (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (২ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে কশব ভোলাগাড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আমিনুল ইসলাম বুলবুল কশব ভোলাগাড়ী গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বুলবুল। তার দেয়া স্বীকারোক্তিতে হত্যায় ব্যবহৃত একটি লাঠি উদ্ধার করা হয়েছে। জবানবন্দি রেকর্ডের জন্য আজ বৃহস্পতিবার তাকে নওগাঁ আদালতে নেয়া হয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী জাহানারা বিবি অভিযুক্ত আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কশব ইউপির কশব মধ্যপাড়া গ্রামের তালপুকুরিয়া বিল থেকে উদ্ধার হওয়া লাশটি নিখোঁজ আবদুল জব্বারের বলে নিশ্চিত হওয়া গেছে। এরপর হত্যার মোটিভ উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ।

নিহত আবদুল জব্বারের স্বজনদের দেয়া গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘লাঠির আঘাতে আবদুল জব্বারের মৃত্যু হয়েছে’ বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে গ্রেফতার আমিনুল ইসলাম বুলবুল। এরপর জবানবন্দি রেকর্ডের জন্য তাকে নওগাঁ আদালতে পাঠানো হয়েছে।’

জানা যায়, গত শুক্রবার (২৮ মার্চ) সকালে কশবের ভোলাগাড়ী গ্রামের আমিনুল ইসলাম বুলবুলের কাছে পাওনা টাকা নেয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান আবদুল জব্বার। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।

এ অবস্থায় বুধবার দুপুরে একটি ইটভাটার কাছে তালপুকুরিয়া বিলের এক ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আবদুল জব্বার উপজেলার নুরুল্লাবাদ গ্রামের ফজের আলী মোল্লার ছেলে।