উজিরপুরে বিস্ফোরক মামলার আসামিকে গ্রেফতারের পর ছেড়ে দেয়ার অভিযোগ

বরিশালের উজিরপুরে বিস্ফোরক মামলার আসামি শহিদুল ইসলামকে গ্রেফতারের পর ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল)
সংগৃহীত

বরিশালের উজিরপুরে বিস্ফোরক মামলার আসামি শহিদুল ইসলামকে (৫৫) গ্রেফতারের পর ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, উজিরপুর মডেল থানার কর্মকর্তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে আসামিকে গ্রেফতারের পর ছেড়ে দিয়েছেন।

এর আগে, বুধবার সন্ধ্যায় মডেল থানার সামনে ছাত্র-জনতা পেটানোর পর তাকে পুলিশে দেয়। তাকে গ্রেফতারের সময় থানার উপ-পরিদর্শক (এসআই) যতীন ময় সাদা পোশাকে তাকে থানায় নিয়ে আসেন।

শহিদুল ইসলাম উপজেলার শোলক ইউনিয়নের পূর্ব ধামুরা গ্রামের ভাসাই সরদারের ছেলে। গত ২২ ফেব্রুয়ারি উজিরপুর মডেল থানায় দায়ের করা বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলার ৫৩ নম্বর আসামি তিনি। আগৈলঝাড়া আওয়ামী লীগের সাথে তার সংশ্লিষ্টতা রয়েছে। মামলায় তাকে আওয়ামী লীগ নেতা পরিচয় দেয়া হয়েছে।

সূত্র জানায়, উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুস সালামের নির্দেশনায় শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে আর্থিক সুবিধা নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ ওঠে।

অভিযোগের বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুস সালাম ও এসআই যতীন ময়ের মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে উজিরপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: ইকরামুল আহাদ বলেন, মুচলেকা নিয়ে গভীর রাতে তাকে ছেড়ে দেয়া হয়েছে। অর্থনৈতিক লেনদেনের কথা বললে বিষয়টি তিনি এড়িয়ে যান এবং একটি লিখিত প্রতিবেদন দিবেন বলে জানান।