মান্দায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

নদীর ধারে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা (নওগাঁ)

Location :

Manda
মান্দা থানা
মান্দা থানা |ফাইল ছবি

নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলা সদরের প্রসাদপুর বাজার মসজিদ ঘাটের অদূরে নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নদীর ধারে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা নবজাতকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্ত করা হবে।