দক্ষিণ চট্টগ্রাম সওজ প্রকৌশলীর সাথে জামায়াত প্রার্থীর সাক্ষাৎ

‘আনোয়ারা-কর্ণফুলীর মূল সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে’

চট্টগ্রাম-১৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী দক্ষিণ চট্টগ্রাম সওজ নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
দক্ষিণ চট্টগ্রাম সওজ প্রকৌশলীর সাথে জামায়াত প্রার্থীর সাক্ষাৎ
দক্ষিণ চট্টগ্রাম সওজ প্রকৌশলীর সাথে জামায়াত প্রার্থীর সাক্ষাৎ |নয়া দিগন্ত

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী দক্ষিণ চট্টগ্রাম সওজ নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে রহমতগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। এসময় উপস্থিত ছিলেন জামায়াতের দায়িত্বশীল আব্দুস সবুর ও আব্দুর রহিম।

আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার মূল সড়ক গুলো দ্রুত সময়ে সংস্কার করা হবে আশ্বাস দেন প্রকৌশলী। এর মধ্যে হাইলধর ইউনিয়নের আব্দুল করিম চৌধুরী সড়ক, বটতলী রুস্তম হাট সড়ক, বারশত বখতিয়ার পাড়া সড়ক দ্রুত সংস্কার করার অনুরোধ করেন।

জামায়াত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, ‘নির্বাচিত সরকার ও স্থানীয় জনপ্রতিনিধি না থাকার কারণে সড়ক গুলো দ্রুত সংস্কার হচ্ছে না। প্রয়োজনীয় সড়ক সংস্কারে উদ্যোগ নেয়া হচ্ছে না। দুই উপজেলার জনগুরুত্বপূর্ণ সড়ক গুলো সংস্কার করার অনুরোধ করেছি। বড় প্রকল্প গুলো দ্রুত টেন্ডার দিয়ে বাস্তবায়ন করার দাবি জানিয়েছি। ওনি আশ্বস্ত করেছেন আশা করি অল্প কয়েকদিনের মধ্যে প্রাথমিকভাবে সড়কগুলো সংস্কার করা হবে।’