ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার পাগলা থানার কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এই দোয়া মাহফিলের আয়োজন করে।
পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোফাখখারুল ইসলাম রানার সভাপতিত্বে দোয়া মাহফিলে উপজেলা, পাগলা থানা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গফরগাঁও আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। তিনি বলেন, ‘আমি আপনাদের সকলের খেদমতদার, আপনারা আমার পরম আপনজন।’
তিনি আরো বলেন, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকল শ্রেণির নেতাকর্মী আজ উপস্থিত হয়েছেন আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে।
অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি আসাদুল্লাহ সোলায়মান।



