নেত্রকোনায় ধলাই নদীতে ট্রলার ডুবে ২ শ্রমিক নিখোঁজ

ধারণা করা হচ্ছে- নিখোঁজ দুই শ্রমিক ট্রলারের নিচে চাপা পড়ে আছে। প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

ফজলুল হক রোমান, নেত্রকোনা

Location :

Netrokona
নেত্রকোনায় ধলাই নদীতে ট্রলার ডুবে ২ শ্রমিক নিখোঁজ
নেত্রকোনায় ধলাই নদীতে ট্রলার ডুবে ২ শ্রমিক নিখোঁজ |ছবি : নয়া দিগন্ত

নেত্রকোনার মোহনগঞ্জে ধরাই নদীতে প্রবল স্রোতের টানে বালুবাহী ট্রলার ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন।

মঙ্গরবার (৫ আগস্ট) ভোর রাত ৩টার দিকে উপজেলার ছেঁছরাখালী বাজার সংলগ্ন ধলাই নদীতে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কিন্তু মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান মিলেনি।

নিখোঁজ দুজন হলেন- পূর্বধলা উপজেলার দেবকান্দা গ্রামের আব্দুল গফুরের ছেলে জিয়াউর রহমান (২২) ও একই গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে মারুফ (২৫)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার রাতে পূর্বধলা থেকে তিন শ্রমিক ৩০ টন ওজনের বালুবাহী একটি ট্রলার নিয়ে মোহনগঞ্জের ছেঁছরাখালীর উদ্দেশে রওনা দেয়। মঙ্গলবার ভোর ৩টার দিকে সেখানে পৌঁছার আগেই নদীতে প্রবল স্রোতের টানে ও অতিরিক্ত ওজনের কারণে তাল সামলাতে না পেরে বালুবাহী ট্রলারটি ডুবে যায়। এতে তলিয়ে নিখোঁজ হন দুই শ্রমিক।

ওই সূত্রে আরো জানা যায়, একই গ্রামের শাদত আলীর ছেলে আব্দুল হক (৪০) সাঁতরে কোনোরকম তীরে উঠতে সক্ষম হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে ময়মনসিংহ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, অন্তত ৩০ টন ওজনের অতিরিক্ত বালুবাহী ট্রলারটি তাল সামলাতে না পেরে স্রোতের টানে তলিয়ে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে- নিখোঁজ দুই শ্রমিক ট্রলারের নিচে চাপা পড়ে আছে। প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। আরো একটি ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নেয়ার জন্য ঘটনাস্থলে রওনা দিয়েছে।